শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবলো আফগানিস্তানের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ PM
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। ২৯২ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে ৩৭.১ ওভারের মধ্যে এ রান টপকাতে না পারায় সুপার ফোরে চলে যায় লঙ্কানরা। এদিকে শেষ পর্যন্ত ম্যাচও জিততে পারেনি আফগানরা।
প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভার শেষে করে ৮ উইকেটে ২৯১ রান করেছিল শ্রীলঙ্কা। কাজেই, আফগানিস্তানকে সুপার ফোরে যেতে হলে ৩৭.১ ওভারের মধ্যেই নিজেদের জয় নিশ্চিত করতে হতো। সেটা পারেনি তারা। শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। তাতে ২ রানের জয়ে আসরে টিকে রইলো শ্রীলঙ্কা।
কঠিন সমীকরণে সাজানো ম্যাচটির ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৪) ও ইব্রাহিম জাদরান (৭) ব্যর্থ হন। তিনে নেমে গুলবাদিন নাঈব ঝড়ে শুরু করলেও বেশি দূর যেতে পারেননি। ১৬ বলে ২২ রান করে ফিরেন সাজঘরে।
তবে তৃতীয় উইকেট জুটিতে ৭১ রান আসে আফগান স্কোর বোর্ডে। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহেদি দুর্দান্ত জুটির মাধ্যমে দলকে জয়ের স্বপ্নে দেখান। রহমত খেলেন ৪০ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৫ রানের ইনিংস। এরপর চতুর্থ উইকেট জুটিতে শাহেদিকে নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন মোহাম্মদ নবী।
অভিজ্ঞ অলরাউন্ডার নবী ৮০ রান যোগ করে কঠিন সমীকরণের সেই ৩৭.১ ওভারের টার্গেট জয়ের আশা তৈরি করেন। নবীর পর শাহেদী ৫৯ রান করে ফিরলে আশায় ধাক্কা লাগে আফগানিস্তানের। পরে রশিদ খান শেষ পর্যন্ত আশার পালে হাওয়া দিয়ে গেছেন।
লঙ্কান পেসার কাসুন রাজিথা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। শেষ দিকে দুনিথ ও ধনাঞ্জয়া দুটি করে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। এর আগে আফগানদের হয়ে গুলবাদিন ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন দুই উইকেট। রশিদ খান নেন দুই উইকেট।