টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ ঘোষণা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ PM
এশিয়া কাপে সুপার ফোরে আগামীকাল বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের পাকিস্তান। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম।
সুপার ফোরে টাইগারদের মোকাবিলায় একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান।
এর আগে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের আগের দিনই সেরা একাদশ ঘোষণা করে পাকিস্তান।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।