রোহিতের পর কোহলিকেও বোল্ড করলেন আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি  © সংগৃহীত

এশিয়া কাপের ম্যাচের ক্যান্ডিতে আজ ভারত-পাকিস্তানের মহারণ। টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। শুরুর চার ওভার বাদেই বৃষ্টির কারণে মিনিট ত্রিশেক বন্ধ ছিল খেলা। 

বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই রোহিত শর্মাকে হারাল ভারত। ভারত অধিনায়ককে বোল্ড করে মাঠছাড়া করেছেন শাহিন শাহ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। রোহিত ফিরতেই কোহলিকে ফেরান শাহিন। বোল্ড আউট হয়ে ফেরার আগে ৭ বলে ৪ রান করেন তিনি।

৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে শুভমন গিলের সঙ্গী হয়েছেন শ্রেয়াস আইয়ার।

আবহাওয়ার পূর্বাভাস বলছে পাল্লেকেলেতে আজ শনিবার দিনভরই হবে বৃষ্টি। এই ম্যাচের বিভিন্ন পর্যায়ে থেমে থেমে হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেরও তারা একদিন আগেই দল দিয়েছিল। আসরের প্রথম ম্যাচে ভারত খেলছে তিন পেসার নিয়ে, দলে আছেন জাসপ্রীত বুমরাহ। 


সর্বশেষ সংবাদ