প্রথমবার জাতীয় দলে তামিম
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১০:৪১ AM
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তার শেষে অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। আছেন নাইম শেখ, ফিরেছেন শেখ মেহেদী হাসান। দলে চমকের নাম তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। আছেন এখনো কোনো ওয়ানডে না খেলা শামীম পাটোয়ারীও।
এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন ছিল ১২ আগস্ট। আর শেষ দিনেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
২২ বছর বয়সী ওপেনার তানজীদ তামিম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি পূরণ করতেই এই তরুণ ব্যাটারকে দলে নেয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজীদ গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটি করেছিলেন। অল্প সময়ের ব্যবধানে এই ওপেনার তার পুরস্কারও পেলেন। টুর্নামেন্টটিতে বাংলাদেশের মধ্যে তানজীদের রানই (১৭৯) ছিল সর্বোচ্চ।
বাংলাদেশের এশিয়া কাপ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন, মুস্তাফিজুর, হাসান মাহমুদ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, এবাদত হোসেন ও নাইম শেখ।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
এই টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে খেলার শুরুর সময়ে পরিবর্তন এনেছে এসিসি। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণের।