বিসিবি ছাড়ার আভাস পাপনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১৭ জুন ২০২৩, ০৮:০৪ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন। শনিবার (১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড গড়ে জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন বিসিবি প্রধান।
নাজমুল হাসান পাপন বলেন, আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি ও করবো। এর বাইরেও আরও ২০ টা জায়গা আছে যেখানে আমার সময় দিতে হয়। কিন্তু, ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে।
তিনি বলেন, আজকেও আমার খুবই জরুরী একটা মিটিং ছিল। কত জরুরী, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু, আমি বলেছি খেলার মধ্যে আমি কোনো ভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।
আরো পড়ুন: নাটোরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা
বিসিবি ছাড়ার আভাস দিয়ে তিনি আরও বলেন, ক্রিকেটটা আমার এখন অনেক সময় নিয়ে নিচ্ছে। আর এজন্যই আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার এখন। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। আর ক্রিকেটকে তো সময় দিলামই।
উল্লেখ্য, নাজমুল হাসান পাপন ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি ছিলেন। এরপর ২০১৩, ২০১৭ এবং ২০২১ সালে মোট তিন মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি। এর আগে তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি আবাহনী’র ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও, ২০০৬ সালের কর্পোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন।