ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ২০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

দ্বিতীয় দিনে ২০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
দ্বিতীয় দিনে ২০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ  © সংগৃহীত

প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছিল ৩৬২ রানে। হারিয়েছিল ৫ উইকেট। দ্বিতীয় দিনে ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। অনেকেই ভেবেছিল বাংলাদেশ অন্তত চারশ করবে। কিন্তু অবিশ্বাস্যভাবে আর ২০ রান করেই গুটিয়ে গেলো স্বাগতিকরা। আফগানিস্তানের পেসার অভিষেকেই নিলেন পাঁচ উইকেট।

দ্বিতীয় দিনের শুরুর ৪৫ মিনিটেই ধসে পড়েন বাংলাদেশি ব্যাটসম্যানরা। রানের খাতায় ৩৮২ রান যোগ করতেই গুটিয়ে যায় টাইগাররা। ৪০০ রানও সংগ্রহ করতে পারেননি তারা। অথচ আগের দিন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ইনিংসটি পাহাড়সম স্কোরের আশা জাগিয়েছিল।

বৃহস্পতিবার (১৫ জুন) চতুর্থ ওভারে মিরাজ থামেন ৪৮ রান করে। পরের ওভারে মুশফিক ৪৭ রান করে নিজাতের শিকার। দুই বল পর তাইজুল ইসলাম ডাক মারেন। একে একে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও প্যাভিলিয়নে।

প্রথম ইনিংসে চারশ ছোঁয়া হলো না টাইগারদের

৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। নিজাত শরিফুলকে বোল্ড করে প্রথম টেস্টেই ফাইফার পেলেন। ১৬ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৩৮২ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

আরও পড়ুন: সাকিব-লিটনদের প্রধান কোচ হোয়াটমোর

নিজাত মাসুদের পেস তোপে দিশেহারা হয়েছিলেন তারা। তাতে এই পেসার আবার অভিষেকেই পেয়ে যান ৫ উইকেটের দেখা। এছাড়া ইয়ামিন আহমাদজাই দুটি, জহির খান, আমির হামজা ও রহমত শাহরা নিয়েছেন একটি করে উইকেট।

প্রথম দিনের শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জনাথন ট্রট বলেছিলেন, আর ১০ রানের মধ্যে শেষ ৫ উইকেট নিতে চায় তারা। বলা যায়, লক্ষ্য মোটামুটি পূরণ করেছে সফরকারীরা।


সর্বশেষ সংবাদ