সাকিব-লিটনদের প্রধান কোচ হোয়াটমোর
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৫ জুন ২০২৩, ০৯:৫৪ AM
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন লিটন কুমার দাস। উইকেটরক্ষক এই ব্যাটার খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে। আর এই দলের হেড কোচ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।
গতকাল বুধবার মন্ট্রিয়েল টাইগার্স হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ দলের সাথে পুরোনো সম্পর্ক হোয়াটমোরের। ২০০৭ সাল থেকে বেশ কয়েকবছর দায়িত্ব পালন করেছেন সাকিব-তামিমদের। তাই খুব কাছ থেকে চেনেন তাদের। আন্তর্জাতিক লীগে তাকে হেড কোচ হিসেবে পাওয়াটা তাই সাকিব-তামিমের কাছে বড় ফ্যাক্টর।
মন্ট্রিয়েল টাইগার্সে সাকিব-লিটন বিশ্বের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটার খেলবেন সাকিব-লিটনের সতীর্থ হয়ে।
এবারের আসরে এই লিগে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি।