ক্রাইস্টচার্চ টেস্ট জিতে ৭৫ বছরের রেকর্ড ভাঙল নিউজিল্যান্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০১:৩৮ PM
কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেল কিউইরা। সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন লঙ্কানদের বিপক্ষে জয়ের জন্য কিউইদের ২৫৭ রানের প্রয়োজন ছিল। ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম সাউদির নিউজিল্যান্ড। ৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় দেখল ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।
তবে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কেটেছে ভারত। শেষ বলে ম্যাচ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ শেষ শ্রীলঙ্কার। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শিরোপা লড়াইয়ে খেলবে রোহিত শর্মার ভারত।
ক্রাইসচার্চে ইতিহাসও গড়েছে কিউইরা। শেষ বলে টেস্ট ক্রিকেটে ফলাফল নির্ধারিত হয়েছে এর আগে মাত্র একবার। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। এরপর আর এমন বিরল দৃশ্য দেখেনি ক্রিকেট বিশ্ব। ইতিহাসে দ্বিতীয়বার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।
২৮৫ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ড ১ উইকেটে ২৮ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে। টম লাথাম ১১ রানে ও কেইন উইলিয়ামসন ৭ রানে শেষ দিনের খেলা শুরু করেছিলেন। দলীয় ৫০ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। ৮০ বলে ২৫ রান করা লাথাম বোল্ড হয়েছেন প্রভাত জয়সুরিয়া।
তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে লাথাম-উইলিয়ামসনের ৪১ রানের জুটি গড়েন ম্যাথুস। লাথামের পর হেনরি নিকোলসকে নিয়ে তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ২৪ বলে ২০ রান করা নিকোলসকেও ফিরিয়েছেন জয়সুরিয়া।
নিকোলসের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯০ রান। নিকোলস আউট হওয়ার পর উইকেটে আসেন ড্যারিল মিচেল। মিচেল-উইলিয়ামসন মিলে লঙ্কান বোলারদের ওপর ঝড় তোলা শুরু করেন। পঞ্চম উইকেটে ১৫৭ বলে ১৪২ রানের বিশাল জুটি গড়েন উইলিয়ামসন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছুঁতে পারেননি মিচেল। ৮৬ বলে ৮১ রান করা মিচেলকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। ৩ চার ও ৪ ছক্কা মেরেছেন কিউই এই মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন: পারফরম্যান্সে জবাব দেওয়া ছাড়া আর কোনো পথই ছিলো না শান্তর
মিচেল আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলছিলেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ২৭ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই এই ব্যাটার। ম্যাচের ফিনিশিং টাচও দিয়েছেন তিনি।
আসিতা ফার্নান্দোর শর্ট বলটিতে পুল করতে চেয়েছিলেন কেইন উইলিয়ামসন। বল ব্যাটে না লাগলেও ছুটলেন রানের জন্য। জিততে হলে এই বলে ১ রান নিতেই হবে। উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চাইলেন, হলো না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প।
মাঠের আম্পায়ার সাহায্য চাইলেন টিভি আম্পায়ারের। রুদ্ধশ্বাস অপেক্ষার পর তৃতীয় আম্পায়ার জানালেন, উইলিয়ামসন আউট হননি। স্কোরবোর্ডে যোগ হলো নিউজিল্যান্ডের ১ রান। যে রানে পঞ্চম দিনের শেষ বলের শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ ১২১ রান করেন উইলিয়ামসন। ১৯৪ বল খেলে ১১ চার ও ১ ছক্কায় ইনিংস সাজিয়েছেন কিউই এই ব্যাটার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট আসিথা।