বায়ার্নের বিপক্ষে এমবাপ্পেকে নিয়ে শঙ্কায় পিএসজি

চোট পেয়ে মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পে
চোট পেয়ে মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পে  © সংগৃহীত

ইনজুরির কারণে আগে থেকেই দলে নেই নেইমার। স্বাভাবিকভাবে ভীষণ চাপ পড়ে লিওনেল মেসির ওপর। গত ম্যাচের ব্যর্থতার পর লিওনেল মেসির ম্যাজিকে জয়ের ধারায় ফিরলো পিএসজি। এদিন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে অবদান রেখেছেন ফাবিয়ান রুইস। তবে দুই দফায় নেওয়া পেনাল্টি শটে ব্যর্থতার কিছুক্ষণ পর চোট পেয়ে মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পে। পরবর্তী ম্যাচের আগে এমবাপ্পে সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার রাতে (১ জানুয়ারি) মঁপলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছেন গালতিয়ের শিষ্যরা।

ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এবার তাকে নিয়ে শঙ্কায় পড়েছে দল। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে এমবাপ্পেকে পাওয়া নিয়ে দুঃশ্চিন্তা শুরু হয়েছে গালতিয়ের শিবিরে।আশঙ্কা সৃষ্টি হয়েছে, গুরুতর ইনজুরিতে পড়তে পারেন তিনি। দ্বিতীয়ার্ধের মিনিট কয়েক পরে উঠে যান ফ্রান্স সুপারস্টার।

ইনজুরিতে এমবাপ্পে

মেসির নেতৃত্বে দারুণ সব আক্রমণে মোঁপেলিয়েকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে দলটি। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ২১ মিনিটে নির্ভরযোগ্য এমবাপ্পের মাঠ ছাড়ার পর আক্রমণের গতি থেমে যায়নি পিএসজির। খেলার ২৪ মিনিটে মেসির শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৫২ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান আশরাফ হাকিমি। সেটাও অফসাইডের কারণে বাতিল হয়। এর তিন মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার রুইস গোল করে দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন: আবারও অবসরের ইঙ্গিত দিলেন মেসি

৭২ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মেসি। রুইসের বাড়ানো বলে অনায়াসেই গোলরক্ষককে কাটিয়ে গোল দেন তিনি। শেষ দিকে ক্ষিপ্রতা বেড়ে যায় মোঁপেলিয়ের। এর ফলস্বরুপ দলের নুরদিন পিএসজির একটি গোল পরিশোধ করে। যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত করে পিএসজি।

পেশিতে টান পাওয়ায় মঁপলিয়ের বিপক্ষে ছিলেন না নেইমার। তারও সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে। চোট সমস্যা আছে সার্জিও রামোসের। 


সর্বশেষ সংবাদ