সেঞ্চুরি পেলেন না তামিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:১২ PM
বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাড় করিয়েছে খুলনা। কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভার শেষে ২১০ রান করেছে তামিম ইকবালের দল।
এদিন রান পেয়েছেন তামিম ইকবালও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাত্র ৬০ বলের মোকাবিলায় ১১ চার ও ৪ ছক্কায় করেছেন ৯৫ রান।
ম্যাচে দারুণ খেলছিলেন তামিম। কিন্তু এবারও কাটা পড়লেন নার্ভাস নাইন্টিতে। ম্যাচের ১৯ তম ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের একটি বল তুলে মারতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন এ ব্যাটার।
আরও পড়ুন: ‘এই শালা আমি কে’— কুবিতে ছাত্রলীগ নেতাকে সহকারী প্রক্টর
আউট হওয়ার আগে শাই হোপ কে নিয়ে প্রায় দু’শ রানের জুটি গড়েন তামিম। তামিম আউট হলেও শেষ পর্যন্ত ৫৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনে নামা হোপ।
কুমিল্লার বোলারদের মধ্যে নাসিম শাহ ও সৈকত একটি করে উইকেট লাভ করেন।