বাবরের সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ PM
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক ও শান মাসুদ যথাক্রমে ৭, ২৪ ও ৩ রান করে আউট হলে চাপে পড়ে বাবর আজমের দল।
চারে ও পাঁচে ব্যাট করতে নামা বাবর আজম ও সরফরাজ আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এদিন টেস্টে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম। সরফরাজের সঙ্গে গড়েন বড় জুটি।
তবে দিনের একেবারেই শেষদিকে অর্থ্যাৎ ৮৬ তম ওভারে ৮৬ (১৫৩) রান করে আজাজ প্যাটেলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরে পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
সরফরাজ আউট হলে উইকেটে আসেন আাগা সালমান। ১৬ বলের মোকাবিলায় ৩ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেন এ ব্যাটসম্যান। অন্যদিকে ২৭৭ বলে ১৬১ রানে অপরাজিত রয়েছে ক্যাপ্টেন বাবর আজম। আর পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৭ রান।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে আজাজ প্যাটেল ও মিশেল ব্রাকওয়েল দুইটি করে উইকেট লাভ করেছেন। অপর উইকেটটি তুলে নিয়েছেন টিম সাউদি।