জন্মদিনে অবসরের ঘোষণা করিম বেনজেমার

করিম বেনজেমা
করিম বেনজেমা  © ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের আগে করিম বেনজেমাকে ঘিরে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। জন্মদিনে সে গুঞ্জনই যেন সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। -খবর হিন্দুস্তান টাইমসের

সোমবার (১৯ ডিসেম্বর) নিজের ৩৫তম জন্মদিনে বেনজেমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আজকের এই অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত। তিনি আরও লিখেন, ‘আমি আমার গল্পটা লিখেছি এবং ফ্রান্সের হয়ে এখানেই এর ইতি।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনজেমা। বিশ্বকাপের আগেই জেতেন বেলন ডি’অর। পরে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে কাতারের দোহায়ও যান বেনজেমা। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান প্রতিযোগিতা থেকে।

আরও পড়ুন: সামাজিক উন্নয়নে অবদান রাখার পুরস্কার পেলেন সাদিও মানে

তাই এবারের বিশ্বকাপে ইনজুরির কারণে খেলা হয়নি তার। তবে কাগজে-কলমে দলের সঙ্গেই ছিলেন তিনি। রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বেনজেমার খেলার সম্ভাবনা দেখা দিলেও সে সুযোগ তাকে দেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সেই রাগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল  করেছেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কিত হয়েছিলেন বেনজেমা। জড়িয়েছিলেন নারীঘটিত কেলেঙ্কারিতেও। জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়। 


সর্বশেষ সংবাদ