আর্জেন্টিনা সমর্থকের আঙ্গুল কেটে নিলেন দুই ফ্রান্স সমর্থক, থানায় অভিযোগ

ঈশ্বরদী থানা
ঈশ্বরদী থানা  © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে আর্জেন্টিনার এক সমর্থকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে ফ্রান্সের দুই সমর্থক আর্জেন্টাইন সমর্থকের আঙ্গুল কেটে দেন।

গতকাল রোববার শহরের রেলওয়ে গেট এলাকায় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের দরিনারিচা পশ্চিমপাড়ার এসএম আলমের ছেলে আহত জুবায়ের আলম নিরব (২১)। তিনি পড়ালেখা করেন চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

আরও পড়ুন: আন্তঃবিভাগ ক্রিকেটে আম্পায়ারকে পেটালেন রাবি শিক্ষার্থীরা

এ ঘটনায় নিরবের মা নার্গিস পারভিন সোমবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, রোববার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর পরাজিত ফ্রান্স দলের সমর্থক জাহিদ চৌধুরী তুষার ও শাহিদ বিন শিশিরের সঙ্গে খেলা নিয়ে নিরবের তর্ক হয়। একপর্যায়ে ওই দু'জন নিরবকে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে নিরবের হাতের দুটি আঙ্গুল কাটা পড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাটা আঙ্গুল নিয়ে তুষার ও শিশির নামের ফ্রান্সের ওই সমর্থক উল্লাসও করে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযানে গেলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ