মেসি-এমবাপ্পের বিশ্বকাপ জয়ের মিশনে বাঁশি থাকবে যার হাতে

অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ম্যাচ পরিচালনা করেন সিমন মার্চিনিয়াক
অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ম্যাচ পরিচালনা করেন সিমন মার্চিনিয়াক  © ইন্টারনেট

আর একদিন পরই মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। বিশ্বসেরা তারকা লিওনেল মেসির হাতে কাপ উঠবে কিনা তা ঠিক হয়ে যাবে এদিন। সবার চোখ তাই আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের দিকে। নজর থাকবে কিলিয়ান এমবাপ্পের দিকেও।

হাইভোল্টেজ এ ম্যাচের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে রোববারের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের ৪১ বছর বয়সী সিমন মার্চিনিয়াক। এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন তিনি। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন।

আরো পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি দুবাই টি-টোয়েন্টি লিগের

ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। ২০১১ সালে রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক। ওই বছরই ইউরোপা লিগের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। পরের বছর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় তার। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেন মার্চিনিয়াক।

এবারের দুই সহকারীকে নিয়ে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-স্ইুডেন ম্যাচ পরিচালনা করেন মার্চিনিয়াক। ২১ বছর বয়সে প্রথম রেফারির দায়িত্ব পালন করেন তিনি। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পেলেন একসময়ের শৌখিন এই ফুটবলার।


সর্বশেষ সংবাদ