মদ্রিচদের টানা দ্বিতীয়বার ফাইনাল নাকি মেসিদের আরেকবার কান্না?

আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া কে হাসবে শেষ হাসি
আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া কে হাসবে শেষ হাসি  © সংগৃহীত

বিশ্বকাপ থেকে দুই ম্যাচ দূরে আর্জেন্টিনা। সেমিফাইনালের চৌকাঠ মাড়ানোর আগে পরীক্ষায় নামতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালেও যেতে চলছে লুকা মদ্রিচরা। চলমান বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। মেসিরা পারবেন ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা স্বপ্নের শেষ সিঁড়িতে পা রাখতে? নাকি মেসিদের আরেকবার কাঁদিয়ে মদ্রিচের ক্রোয়েশিয়াই উঠে যাবে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে?

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। 

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া অতীতে পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই দলই দুবার করে জয় পেয়েছে। একবার ড্র করেছে। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। আজ একটা রেকর্ড আর্জেন্টিনার পক্ষে থাকছে। আলবেসিলেস্তরা কখনই সেমিফাইনাল থেকে বিদায় নেয়নি। 

এর আগে পাঁচবার সেমিফাইনাল খেলতে এসে পাঁচবারই ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ তারা ২০১৪ সালে ফাইনালে খেলেছে। এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার হাতছানি আর্জেন্টিনার সামনে। 

গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে গ্রুপপর্বে ৩-০ গোলে হেরেই গ্রুপের রানার্সআপ হয় আর্জেন্টিনা। শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। 

মার্কিং কেমন হবে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে, তা নিয়েও কিছুটা ইঙ্গিত মিলেছে পেতকোভিচের কথায়। তিনি বলেছেন, ম্যান-মার্কিং না। আমরা তাদের পুরো দলকেই থামানোর চেষ্টা করবো। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নয়। তাদের দলে আরও বেশ কয়েকজন দারুণ মানসম্পন্ন খেলোয়াড় আছে। সম্পূর্ণ আর্জেন্টিনা দলকেই আমাদের থামাতে হবে।

আরও পড়ুন: রোনালদোকে নিয়ে যা বললেন মাশরাফি

ক্রোয়াটদের মিডফিল্ড ট্রায়োর সবচেয়ে নিচে খেলা মার্কো ব্রোজোভিচের ব্যস্ত সময় কাটাতে হতে পারে মেসিকে আটকাতে। আর লুকা মদ্রিচের ভূমিকা হতে পারে দলের কাজ অনুসারে। খেলার গতি নিয়ন্ত্রণ, বলের দখল রাখা এবং আক্রমণে ওঠার সময় বলের জোগান কিংবা দূরপাল্লার শটে ম্যাচের ভাগ্য গড়ে দেয়া।

অপরদিকে ৩৭ বছর বয়সী মদ্রিচকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার অনেক কারণই রয়েছে। আর ব্রাজিল ম্যাচে মদ্রিচ দেখিয়েছেন, তা কেনো যৌক্তিক। 

এছাড়া ২০১৮ বিশ্বকাপের মতোই এবারও অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ নিয়ে গিয়ে জয়ের দেখা পাচ্ছে ক্রোয়েশিয়া। জাপান ও ব্রাজিলের বিরুদ্ধে আগে গোল খেয়েও ম্যাচে ফিরে আসে মদ্রিচের দল। তবে, দুই ক্ষেত্রেই জয়ী দলের নামটি ক্রোয়েশিয়া। 


সর্বশেষ সংবাদ