আজ ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ AM
বিশ্বকাপে প্রথম বার একে অপরের বিপক্ষে খেলেবে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ রাত ৯টায় মাঠের লড়াইয়ে নামবে এই দুই দল। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া আছে সমানে-সমান অবস্থানে।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে আজ লড়বে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। এই ম্যাচটি ড্র করতে পারলেই নকআউটে নাম লেখাবে এরই মধ্যে ৪ পয়েন্ট জোগাড় করা ক্রোয়েশিয়া। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া বেলজিয়ামের পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে। হারলে বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডা ম্যাচের দিকে।
কানাডার পয়েন্ট ০। তারা জিতলেও লাভ নেই। তবে মরক্কো তাদের কাছে হেরে গেলে ৪ পয়েন্ট নিয়েও বাদ পড়ার শঙ্কায় পড়তে পারে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের ম্যাচ ড্র হলে বেলজিয়ামের সমান ৪ পয়েন্ট হবে মরক্কোর। হিসেব আসবে গোল ব্যবধানের।
ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়াম জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারাই উঠবে নকআউটে। তখন ক্রোয়েশিয়ার তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডার ম্যাচের দিকে। মরক্কো জিতে গেলে তখন তারা ৭ পয়েন্ট নিয়ে নকআউটে উঠবে, বিদায় হয়ে যাবে ক্রোয়েশিয়ার। ড্র করলেও মরক্কো ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে নাম লেখাবে।
তবে মরক্কো আর ক্রোয়েশিয়া দুই দলই হারলে, বেলজিয়াম উঠবে নকআউটে। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে নকআউট উঠবে মরক্কো বা ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে পোল্যান্ড
গ্রুপের প্রথম ম্যাচে সাহসী কানাডার বিরুদ্ধে কোনো মতে ১-০ গোলের জয় তুলে নিয়েছিল বেলজিয়াম। কিন্তু পরের ম্যাচে উজ্জীবিত মরক্কোর সঙ্গে আর পেরে উঠেনি। ২-০ গোলের পরাজয় মেনে নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। এই ম্যাচের পর ব্রাসেলসের রাস্তায় উত্তেজিত সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর আগে, ২০১০ সালে সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর আর বেলজিয়ামকে হারাতে পারেনি। কিন্তু এবার ক্রোয়েশিয়ান ক্যাম্পের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। শেষ ম্যাচে জয়ের ব্যাপারে পুরো দলই আত্মবিশ্বাসী। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টে সেরা সাফল্য। বেলজিয়ামের স্বর্ণালি প্রজন্মের সামনে এখন গ্রুপ-পর্ব থেকে বিদায়ের শঙ্কা, যা কাটিয়ে উঠতে মুখিয়ে আছে পুরো দল।