আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে পোল্যান্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ AM
মেসির পেনাল্টি মিসের পরও পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি স্কেলোনির দল জিতে নেয় ২-০ গোলের ব্যবধানে। এতে চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে সৌদি আরবকে ২-১ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো। তবে মেক্সিকোর সমান পয়েন্ট হয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা পেয়েছে রবার্ট লেভানডফস্কির দল পোল্যান্ড।
মরুর বুকে বিশ্বকাপের 'সি' গ্রুপের তিন ম্যাচ শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকোর ও পোল্যান্ডের সমান ৪ পয়েন্ট। কিন্তু গ্রুপ পর্বের ৩ ম্যাচে পোল্যান্ড ২ গোল করার পাশাপাশি হজমও করেছিল ২টি। অন্যদিকে মেক্সিকো ২টি গোল দিলেও হজম করেছিল ৩টি। ফলে ১ গোলে এগিয়ে থেকে নকআউটে উঠে গেল ইউরোপের দেশটি।
প্রথামর্ধে গোলরক্ষক বীরত্বে রক্ষা পেলেও বিরতির সেটি আর হয়নি।৪৬ তম মিনিটেই ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় আর্জেন্টিনা।লিড নেওয়ার পরও ম্যাচে চলতে থাকে আর্জেন্টিনার আধিপত্য।৬৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ।এনসো ফের্নান্দেসের ডি-বক্সে বাড়ানো বলে নিখুঁত ফিনিশে এগিয়ে দেন দলকে।
গোল খেয়ে আক্রমণে মনোযোগী হয় পোল্যান্ড।তবে বলার মত কোন সুযোগই তৈরি করতে পারেনি দলটি। এমনকি পুরো ম্যাচে নিতে পারেনি একটি অন টার্গেট শট।
একই সময়ে চল গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে গেলে জমে ওঠে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই।সেই সময় আর একটি গোল হজম করলেই বিশ্বকাপ শেষ হয়ে যেত পোল্যান্ডের। দলটি শেষ দিকে শুধুই রক্ষণাত্মক ফুটবল খেলে গোল ব্যবধান আর বাড়ে সেটা নিশ্চিত করাতে মনোযোগী হয়।তাতে অবশ্য সফলও হয়েছে দলটি
আরও পড়ুন: দারুন জয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা, প্রতিপক্ষে অস্ট্রেলিয়া
মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। ফলে তারা ২ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। তবে সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করেও শেষ মুহূর্তে সৌদির কাছে একটি গোল হজম করে। ফলে ছিটকে যায় তারা। গ্রুপ পর্বে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছিল পোল্যান্ড। ফলে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেও পোল্যান্ড উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল সৌদি আরব। তবে পোল্যান্ডের মতো মেক্সিকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করলো সৌদি আরব। তবে মেক্সিকোর বিপক্ষে জয় পেলেই পোল্যান্ডকে পাশ কাটিয়ে পরের রাউন্ডে খেলত সৌদি আরব।
ছয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিলেন আর্জেন্টিনা। গ্রুপসেরা না হলেও এবারও একই প্রতিপক্ষ হতো মেসিদের।