মাঠেই মারা গেলেন কলম্বিয়ান মিডফিল্ডার

কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা
কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা  © সংগৃহীত

মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা। গতকাল অনুশীলন চলাকালে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেনন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই পাড়ি জমান না ফেরার দেশে।

আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব আতলেতিকো টুকুমানের হয়ে খেলতেন বালান্তা। গতকাল ট্রেনিং সেশনে অনুশীলনের  সময় জ্ঞান হারান তিনি। ক্লাবের মেডিক্যাল স্টাফরা তাঁকে দ্রুত হাসপাতালেও নিয়ে যায়।  কিন্তু পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা এই মিডফিল্ডারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কাতার বিশ্বকাপে রেকর্ড গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি

বালান্তার মৃত্যুর ঘটনায় আতলেতিকো টুকুমান  এক বিবৃতিতে জানায়, ‘তাকে বাঁচাতে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি।’

জানা যায়, ২০২১ এর জুলাই মাসে  ডেপোর্টিভো কালি ক্লাব থেকে আতলেতিকো টুকুমানে এসেছিলেন বালান্তা। টুকুমান ক্লাবে ৭ ম্যাচে কোনো গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর ডেপোর্টিভো কালি ক্লাবে ১১৬ ম্যাচে করেছেন ৪ গোল এবং এক অ্যাসিস্ট।


সর্বশেষ সংবাদ