মেসি ছাড়াও যে দুই খেলোয়াড়ে নজর রাখছে পোল্যান্ড

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার রাত ১ টায় শুরু হবে ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে আজ জিততেই হবে মেসিদের।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বিপাকে পড়ে আর্জেন্টিনা। ওই ম্যাচ শেষে গ্রুপ পর্বের অপর দুই ম্যাচকে ফাইনাল হিসাবে গ্রহণ করার বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে লিওনেল স্কোলেনির দল।

পোল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল মেসিদের জন্য। তবে ম্যাচটি যে সহজ হবে না তা বলাই যায়। কারণ পোল্যান্ডের হয়ে মাঠে মাতাবেন ক্লাব ফুটবলের দুর্দান্ত স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। কাজে আজকের লড়াই হবে মেসি বনাম-রবার্ট লেভানডফস্কি।

আরও পড়ুন : রাতে মুখোমুখি আর্জেন্টিনা-পোল্যান্ড, মেসিকে নিয়ে আক্ষেপ ঘুচবে লেভানডফস্কির

অবশ্য মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন পোল্যান্ড কোচ। তবে শুধু মেসিকে আটকিয়ে রেখে  যে ম্যাচ থেকে পয়েন্ট বের করা কঠিন হবে তা ভালো করেই জানেন লেভানডফস্কিরা।

কারণ মেসির এই দলে রয়েছে আর্জেন্টিনার সর্বকালের সেরা ১০ গোলদাতাদের দু’জন। তাদের দিকে বাড়তি নজর থাকবে পোল্যান্ড রক্ষণভাগের। কারণ যেকোনো সময় ম্যাচের রং বদলে দেওয়ার সক্ষমতা রাখেন তারা।

আজ মেসির সঙ্গে প্রথম একাদশে দেখা যাবে অভিজ্ঞ ডি মারিয়াকে। সর্বশেষ কোপার ফাইনালে তার গোলেই ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসির ছায়া হয়ে থাকা ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ১২৪ টি ম্যাচ। গোল করেছেন ২৭ টি। এছাড়া, গোল অ্যাসিস্টেও জুড়ি নেই তার।

ডি মারিয়ার পাশাপাশি আক্রমণভাগে থাকবেন লাওতারো মার্টিনেজ। তরুণ এই ফরোয়ার্ড আর্জেন্টিনার জার্সিতে মাত্র ৪০ ম্যাচ খেলেই করেছেন ২১ গোল। এবারের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে দুইবার বল জালে জড়িয়েছিলেন এই তরুণ। কিন্তু অফসাইডের কারণে দুটি গোলই বাতিল করেন রেফারি।

সঙ্গত কারণে আজ মেসির নেতৃত্বাধিন আর্জেন্টিনার আক্রমণভাগকে ঠেকাতে বেগ পেতে হবে পোল্যান্ডকে। তবে লেভানডফস্কিকে সামলানোও সহজ হবে না আর্জেন্টিনার ডিফেন্ডারদের।

২০১১ সালে সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, ২-১ গোলে পোলিশরা সেই ম্যাচে জিতলেও গোলদাতার তালিকায় লেভানডফস্কির নাম ছিল না। আর মেসি সেই ম্যাচে খেলেনইনি। 

১৯৭৮ বিশ্বকাপের পর আবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও পোল্যান্ড, মুখোমুখি মেসি এবং লেভাও। দুজনেই বিশ্বকাপে নিজ নিজ দলের সর্বশেষ ম্যাচে গোল করেছেন। আজকের ম্যাচটা আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করার, অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে পোলিশরা শেষ ষোলোয় পা দিয়েই রেখেছে বলতে গেলে। তবুও পোল্যান্ড চাইবে জিতেই পরের রাউন্ডে যেতে, কারণ আর্জেন্টিনা জিতলে পোল্যান্ড হয়ে যাবে গ্রুপ রানার্সআপ, সেক্ষেত্রে নকআউটে সম্ভাব্য প্রথম প্রতিপক্ষ হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

 


সর্বশেষ সংবাদ