এক ওভারে ৭ ছক্কা হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড় (ভিডিও)
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৪১ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৪১ AM
এক ওভারে ৭টি ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। ভারতের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে এক ওভারে (৬, ৬, ৬, ৬, ৬ (নো বল), ৬, ৬) ৭টি ছক্কা হাঁকান মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিনায়ক গায়কোয়াড়। উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিবার এ ওভারে এসেছে ৪৩ রান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১ ওভারে এটি যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। আহমেদাবাদের কোয়ার্টার ফাইনালে ৪৯তম ওভার শুরুর আগে মহারাষ্ট্রের রান ছিল ৫ উইকেটে ২৭২ রান। উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিবার সামনে ছিলেন মহারাষ্ট্র অধিনায়ক ও ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি ব্যাটিং করছিলেন ১৪৭ বলে ১৬৫ রানে।
রাউন্ড দ্য উইকেট থেকে করা শিবার প্রথম বলটি ছিল লো ফুলটস, লং অন দিয়ে সেটি তুলে মারেন গায়কোয়াড়, আসে ৬ রান। পরের বলটি স্লটে পেয়েছিলেন, আগেরটির মতো না উঠলেও লং অন দিয়ে দ্বিতীয় ছক্কা হয় ঠিকই। তৃতীয় বলে লেংথ কমিয়ে এনেছিলেন শিবা, এবার মিড উইকেট ছক্কা।
আরও পড়ুন: ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন পোলার্ড
চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল, এবার একটু সামনে ঝুঁকে লং অফ দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান গায়কোয়াড়। পঞ্চম বলটি সাইটস্ক্রিন বরাবর পাঠান গায়কোয়াড়, সেটিতে আবার নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটটিও ছিল স্লটে, আবার ওয়াইড লং অনে যায় সেটি। ওভারে সেটি ষষ্ঠ ছক্কা। সে শটেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন গায়কোয়াড়।
শেষ বলে অবশেষে ওভার দ্য উইকেটে আসেন শিবা, তবে ছক্কা আটকাতে পারেননি। সপ্তম ছক্কাটিও আসে ওয়াইড লং অন দিয়ে। শিবার ওই ওভার শেষে মহারাষ্ট্রের রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ৩১৫ রানে। শেষ পর্যন্ত তারা তোলে ৫ উইকেটে ৩৩০ রান, এর মধ্যে গায়কোয়াড় একাই করেন ১৫৯ বলে অপরাজিত ২২০ রান। ইনিংসে ১০টি চারের সঙ্গে তিনি মারেন ১৬টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি ৩৯তম ডাবল সেঞ্চুরি। ৯ ওভারে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শিবা।
শিবার আগে ১ ওভারে ৪৩ রান দিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলেম লাডিক। সে ক্ষেত্রে অবশ্য ব্যাটসম্যান ছিলেন দুজন নর্দার্ন ডিস্ট্রিক্টের ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার। ওই ওভারটি ছিল এমন—৪, ৬, নো, ৬, নো, ৬, ১, ৬, ৬, ৬। হ্যাম্পটন ও কার্টারের আগে রেকর্ডটি হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে, নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে।
তার আগের রেকর্ডটি হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে, ২০১৩-১৪ মৌসুমে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর আলাউদ্দিন বাবুর ১ ওভারে উঠেছিল ৩৯ রান। ব্যাটসম্যান ছিলেন এল্টন চিগুম্বুরা। এছাড়া তারও আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডের করা এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।
এক ওভারে সাত ছক্কার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন