৬ বলে ছয় ছক্কা হাঁকালেন এই ক্রিকেটার (ভিডিও)

জসকরন মালহোত্রা
জসকরন মালহোত্রা

হার্শেল গিবস, যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের সাথে যোগ হলেন আমেরিকার জাসকরণ মালহোত্রা। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার তিনি এই কীর্তি গড়েছেন। অবাক করা ব্যাপার হচ্ছে এর আগে খেলা ৬ ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ছিল ১৮। আজ সেই তিনিই নিজেদের ইনিংসের শেষ ওভারে পাপুয়া নিউগিনির বোলার গাউদি তোকাকে হাঁকিয়েছেন ছয় ছক্কা।

১০ ওভার শেষে জাসকরণ ক্রিজে আসেন যখন, তখন ২৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে আমেরিকা। শেষ অবধি অপরাজিত থেকে ১৭৩ রান করেছেন তিনি। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো আমেরিকার কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন।

তার এমন দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে আমেরিকাও। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে তারা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানটি এসেছে অ্যারন জোনসের ব্যাটে। ৩৩ বল খেলে ২২ রান করেছেন তিনি।

৩১ বছর বয়সী মালহোত্রা ভেঙেছেন ৫ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসেরও। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের।


সর্বশেষ সংবাদ