জাকির নায়েককে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়নি

জাকির নায়েক
জাকির নায়েক  © ফাইল ছবি

বিতর্কিত ভারতীয় ইসলামী প্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নেয়ার খবর সঠিক নয় বলে বলে জানিয়েছে কাতার। আজ বুধবার ভারতের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস

কাতার বলছে, সরকারিভাবে আমন্ত্রণ জানিয়ে জাকির নায়েককে অনুষ্ঠানে নেয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে টিকিট কেটে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারেন।

তৃতীয় কোনো দেশ জাকির নায়েক সংক্রান্ত মিথ্যাচার ছড়িয়ে ভারত-কাতার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছে দেশটি।

গত ২০ নভেম্বর কাতারের দোহারে এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা হয়। এতে অনেকের সঙ্গে জাকির নায়েককেও উপস্থিত হতে দেখা যায় বলে একাধিক মাধ্যমে তথ্য এসেছে। তবে জাকির নায়েক উদ্বোধনী মঞ্চে ছিলেন কি না তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি কাতার।

এই খবর নিয়ে সমালোচনার মধ্যেই কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পোর্টস চ্যানেল আলকাসের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়, জাকির নায়েক ওই দেশে বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম প্রচার করবেন।

এরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ভারত। বলা হয়, যদি সরকারিভাবে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয় তবে ভারতের প্রতিনিধি উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফিরিয়ে আনা হবে।

এছাড়া ফুটবলকে ‘হারাম’ আখ্যা দিয়ে দেয়া জাকির নায়েকের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি এবারের বিশ্বকাপ নিয়ে নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

২০১৬ সালের নভেম্বরে ভারতের কাউন্টার টেররিজম এজেন্সি ধর্মকে পূঁজি করে ঘৃণা ছড়ানো এবং অনৈতিক কার্যকলাপের জন্য জাকির নায়েকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে। এরপর ২০১৭ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence