সেমিতেই বিদায় রোহিতদের, স্বস্তায় টিকিট বিক্রি করে দিচ্ছেন ভারতীয়রা

ভারতীয় সমর্থক
ভারতীয় সমর্থক  © সংগৃহীত

সেমিফাইনালে ওঠার পর ভারতীয় সমর্থকরা যেন ধরেই নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। উপমহাদেশ তো বটেই বিশ্ব ক্রিকেটের অনেকেই ভেবেছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ। তবে পাকিস্তান জায়গা করে নিলেও হতাশ করে ভারত। সেই ভারত-পাকিস্তান ফাইনাল ভেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় সমর্থকরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয় রোহিত শর্মাদের। প্রিয় দল না থাকায় সস্তায় টিকিট বিক্রি করে দিচ্ছেন তারা।  

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মাত্র ১০ অস্ট্রেলীয় ডলার বা ৫০০ ভারতীয় রুপিতে টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। শুধু এখানেই থেমে নেই, টিকিটের সঙ্গে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতিও আছে। এছাড়া ক্রেতা চাইলে তার বাড়িতে গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

ভারত-পাকিস্তানের খেলা হলে এমসিজিতে দর্শক ঠাসা হওয়ার সম্ভাবনা ছিল। তবে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ফলে ভারতীয়রা টিকিট বিক্রি করতে উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, আইন কী বলে

ভারত ম্যাচের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। অনেকে বিনামূল্যে লাঞ্চ, বিয়ারের প্রতিশ্রুতি দিচ্ছেন।

সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, ভারত বিদায় নেওয়ার পর রাতারাতি টিকিটের দাম অনেকটাই কমে গিয়েছে। এমসিজিতে অনেক টিকিট কেটেছিলেন ভারতীয়রা। এক হারে তারা আগ্রহ হারিয়েছেন।


সর্বশেষ সংবাদ