টি-২০ বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকিট বিক্রি

টি-২০ বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকিট বিক্রি
টি-২০ বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকিট বিক্রি   © সংগৃহীত

আগামী রোববার (১৬ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেটের সবচেয়ে বড় কার্নিভাল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আট দলের প্রথম রাউন্ড দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার সাতটি শহরে এ টুর্নামেন্ট চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলা দেখতে এরই মধ্যে টিকিট কিনেছেন ছয় লাখের বেশি মানুষ।

শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

১৬টি দলের টুর্নামেন্টে দর্শক চাহিদার শীর্ষে আছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট। গত মাসে টিকিট বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।

৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এমসিজিতে দুই প্রতিবেশী দেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এর আগের দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

তাসমানপারের দুই প্রতিবেশীর ম্যাচের টিকিটও এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

টিকিট শেষ হয়ে যাওয়ার তালিকায় আছে বাংলাদেশের একটি ম্যাচও। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় নামবে ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ। ওই দিনের সব টিকিটও বিক্রি হয়ে যায় গত মাসেই।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলাওয়াশ’ শিরোপা পাকিস্তানের

এ ছাড়া রোববার বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচ টিকিটও প্রায় শেষের পথে। গিলংয়ে সেদিন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে নামিবিয়া, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

টিকিট বিক্রিতে দর্শক সাড়া পেয়ে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখাটা দারুণ হতে যাচ্ছে।

এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০ ডলার করে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য মাত্র ৫ ডলার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence