মেসিকে ফাউল করায় বিপাকে হন্ডুরাসের খেলোয়াড়

পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল
পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল  © সংগৃহীত

আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। শনিবার ভোরে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে থাকা হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে না পেরে বার বার ফাউল করতে থাকে হন্ডুরাসের খেলোয়াড়রা। পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল। ৩৮তম মিনিটে মেসিকে ফাউল করার সঙ্গে সঙ্গে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দলই রীতিমতো তেড়ে এসেছে হন্ডুরাসের দেইবি ফ্লোরেসের দিকে।

লিওনেল মেসিকে আর্জেন্টিনার বর্তমান দলের প্রতিটি সদস্য খুবই ভালোবাসে। ওই ম্যাচেও মেসির প্রতি এমন ভালোবাসা দেখাল আর্জেন্টাইন সতীর্থরা। হন্ডুরাসে ওই খেলোয়াড়কে রীতিমতো ঘিরে ধরে ডি পল-প্যারেদেসরা। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ফাউল অবশ্য গুরুতর ছিল না, মেসি উঠে দাঁড়িয়েছেন, দৌড়েছেন একটু পরেই। করেছেন জোড়া গোল।

আরও পড়ুন: ঘানাকে উড়িয়ে দিলো ব্রাজিল, গোল না করেও সেরা নেইমার

আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই বলেছিলেন,‘লিও যদি বলে তোমরা যুদ্ধে নেমে যাও, তাহলে আমরা যুদ্ধে নেমে যেতেও রাজি। ’ ডি পলের সেই কথার প্রতিফলন দেখল ফুটবল বিশ্ব।

বিশ্বকাপ চলে আসছে। আর মাত্র ৫৭ দিন পরই বিশ্বকাপ। এখন কোনো চোট মানেই ফুটবলের মহাযজ্ঞে খেলা নিয়েই শঙ্কা সৃষ্টি হওয়া। মেসির ফাউলের শিকার হওয়া তাই আর্জেন্টিনার জন্য সাক্ষাৎ বিপদবার্তা। সে কারণেই হয়তো, তাকে ফাউল করলেই রীতিমতো যুদ্ধে নেমে যায় পুরো দল, যার একটা নমুনা দেখা গেল আজ।


সর্বশেষ সংবাদ