এসএসসি পরীক্ষা: মানতে হবে ৬ নির্দেশনা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ৬টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার কথা জানান। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষা।
পরীক্ষাকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের দেয়া ৬টি বিশেষ নির্দেশনার মধ্যে পরীক্ষা শুরুর সময় এক ঘন্টা পিছিয়ে অর্থাৎ সকাল ১০ টা থেকে ১১ টা করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, পরীক্ষার শুরু ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোন পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। এছাড়া নির্ধারিত কর্মকর্তাদের ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার দায়িত্ব নিতে হবে, নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএস-এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানাতে হবে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন ফোন)। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।