বিশেষ টিম নজরদারি করছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে: মাউশি ডিজি

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন মাউশির ডিজি
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন মাউশির ডিজি  © সংগৃহীত

বড় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অলিগলির ছোট পরিসরের স্কুল-কলেজেও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিশেষ টিম নজরদারি করছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক এ তথ্য জানান।

করোনাভাইরাস সতর্কতায় স্কুল-কলেজে সব নির্দেশনা মানা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, রাজধানীর বড় বড় স্কুলগুলোর পাশাপাশি অলিগলিতে গড়ে ওঠা ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমাদের মনিটরিং টিম সেসব স্কুল পরিদর্শন করছে।

কোথাও সমস্যা থাকলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, আশা করি, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারের দেয়া সব নির্দেশনা অনুসরণ করে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। সেসব বাস্তবায়ন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এক সপ্তাহ ধরে মনিটরিং কাজ চলছে।

“বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে সারিবদ্ধ করে শিক্ষার্থীদের প্রবেশ করানো বড় চ্যালেঞ্জ। সেখানে শৃঙ্খলা বজায় রেখে যাতে সব শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়, সেজন্য দিকনির্দেশনা রয়েছে। প্রথম দিনে নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে, তবে আস্তে আস্তে যেন এই নির্দেশনা উপেক্ষিত না হয়, সেটি নিয়ে চিন্তায় আছেন অভিভাবকরা।”

মাউশি ডিজি বলেন, আমাদের সব প্রস্তুতি শুধু করোনার আপৎকালীনের জন্য নয়। পরবর্তী সময়ে শৃঙ্খলভাবে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম করানো হয়, সেটি স্থায়ীকরণে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এসব নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করা হবে।

মাউশি ডিজির স্কুল পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ