৩ জুনের মধ্যে প্রশ্নমালা পূরণের নির্দেশ দিয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)  © সংগৃহীত

করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গতবছর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিয়ে তার কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছিল সরকার। আগামী ৩ জুনের মধ্যে সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করতে বাকি থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে  জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও দেখুন: আবারও বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

চিঠিতে মাউশি বলছে, ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ১ হাজার ৯০০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধান শিক্ষক, শিক্ষক এবং তাদের সহায়তায় অভিভাবক ও শিক্ষার্থীদের সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা ২০ মের মধ্যে পূরণের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু মনোনিত ১ হাজার ৯০০ টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০০টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করেনি।

নির্দেশনা দেখুন এখানে

রিলেটেড সংবাদ

সংক্ষিপ্ত সিলেবাসে স্বস্তি, ক্লাসে ফিরতে চান এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীরা

করোনায় বেশি দিন স্কুল বন্ধ রাখা দেশের তালিকায় বাংলাদেশ


সর্বশেষ সংবাদ