উইলস লিটল ফ্লাওয়ারের অধ্যক্ষ ও সভাপতির দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১১:২৪ AM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২১, ১২:১৫ PM
রাজধানী কাররাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে উঠা দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তদন্তে একটি গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কমিটি গঠন করেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) মাউশির বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মো. আব্দুল কাদের স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।
মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালককে (কলেজ) তদন্ত কর্মকর্তা নিয়ােগ করা হয়। ওই কমিটির তদন্ত কর্মকর্তাদের প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ ২ প্রস্থ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্মারকে বলা হয়, “ঢাকা মহানগরীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অসৎ উদ্দেশ্য ও অনৈতিক আর্থিক সুবিধা লাভের অভিপ্রায়ে সরকারি প্রজ্ঞাপন,পরিপত্র, বিধি ও নির্দেশনা লঙ্ঘনের অভিযােগ সমূহের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযােগ দায়ের করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর: ৩৭,০০.০০০০.০৭২.৩৯.০১৭,১৭.৪২০ তারিখ: ০৮/১২/২০২০ খ্রি. মােতাবেক অভিযােগ সমূহের বিষয়ে সরেজমিনে তদন্তক্রমে বিধি মােতাবেক প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ বিভাগকে অবহিত করার জন্য মাউশিকে নির্দেশনা প্রদান করেন।
অভিযােগগুলাে তদন্ত করার জন্য পরিচালক, উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকাকে তদন্ত কর্মকর্তা নিয়ােগ করা হয়। এমতাবস্থায়, মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ ২ প্রস্থ তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।”