অষ্টম শ্রেণি পর্যন্ত পাবলিক পরীক্ষা রাখা উচিত নয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অডিটোরিয়ামে গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন জাফর ইকবাল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অডিটোরিয়ামে গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন জাফর ইকবাল।  © সংগৃহীত

শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পাবলিক পরীক্ষা রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন। তিনি শিশুদের ‍ সুকুমারবৃত্তির প্রতি গুরুত্বারোপ করে বলেন, কোমলমতি শিশুদের আনন্দ পাঠ বা খেলাধুলার মাধ্যমে শেখানো উচিত। জোর করে খুদে শিক্ষার্থীদের ওপর পরীক্ষা চাপিয়ে দিয়ে ভালো কিছু আশা করা উচিত নয়। 

রবিবার সকালে রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অডিটোরিয়ামে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই প্রকল্পের উদ্বোধনী এবং অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।


তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এক ধরনের ভীতি কাজ করে। এটি কাটিয়ে তুলতে হবে। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ওপর পারদর্শী করা সম্ভব হবে।

দেশে পরিকল্পিতভাবে শিক্ষাদানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের চার কোটি শিক্ষার্থীর যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। এই অলিম্পিয়াড প্রতিযোগিতায় অন্তত একটি মেডেল পেলেও ওই শিক্ষার্থীকে দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ