দেড় বছরে ৫৬ লাখ টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

প্রধান শিক্ষক হিসেবে মাত্র দেড় বছর দায়িত্ব পালন করে বিদ্যালয়ের মসজিদের অর্থসহ প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মো. মনসুর রহমান খানের বিরুদ্ধে। বিদ্যালয়টির অভ্যন্তরীণ নিরীক্ষা রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। 

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর রহমান অবসরোত্তর ছুটিতে গেছেন। তার এই অর্থ আত্মসাতের বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্টসহ জানানো হয়েছে।

বিদ্যালয়ের নিরীক্ষা কমিটির রিপোর্টে বলা হয়, ২০২২ সালের ১৬ জুন থেকে ২০২৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মো. মনসুর রহমান খান। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট খাত ব্যতীত এক খাতের অর্থ অন্য খাতে স্থানান্তরের নির্দেশনা না থাকলেও মো. মনসুর রহমান খান এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। তাঁর সময়ে বিভিন্ন দোকান, খাবারের হোটেল, মেডিকেল সামগ্রী ক্রয়, রড ও সিমেন্টের দোকান, ইটভাটা ইত্যাদির ২৬২টি ভাউচারে একই ধরনের লেখা পাওয়া যায়, যার সঙ্গে মনসুর রহমান খানের হাতের লেখার মিল রয়েছে। এসব ভাউচারের ১১৭টি শহরের একটি খাবার হোটেল থেকে নেওয়া। তাছাড়া, বিদ্যালয় মসজিদের ২ লাখ ৪৬ হাজার ৭০ টাকা খরচ দেখানো হলেও তিনটি সিলিং ফ্যান ছাড়া কোনো কিছুই দৃশ্যমান নয়, খরচের ভাউচারও পাওয়া যায়নি।

রিপোর্টে আরও বলা হয়, ২০২৩-এর ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মচারী সম্মানী বাবদ ১ লাখ ৭৯ হাজার টাকা উত্তোলন হলেও তা বণ্টন করা হয়নি। এক পর্যায়ে ৪৩ হাজার ৬০০ টাকা বণ্টনের কাগজে শিক্ষক-কর্মচারীরা স্বাক্ষর করেন। বাকি টাকার কোনো হিসাব পাওয়া যায়নি। তাছাড়া, দুই অর্থবছরে ৮ লাখ ৪৮ হাজার টাকা সরকারি কোষাগার থেকে পাওয়ার কথা রেজিস্টার খাতায় উল্লেখ থাকলেও খরচের প্রমাণ পাওয়া যায়নি। বিদ্যালয়ে ১ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে ১৬ লাখ ২০ হাজার টাকা উত্তোলন হলেও মাত্র ৪২ দিন টিফিন করানো হয়েছে। প্রতিদিন জনপ্রতি টিফিন ছিল ১০ থেকে ১২ টাকার। এই হিসাবে ৭ লাখ টাকা খরচ হতে পারে। বাকি টাকার হদিস নেই।

এ অভিযোগ অস্বীকার করে বিদায়ী প্রধান শিক্ষক মনসুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে এবং জবাব চাইলে তিনি জবাব দেবেন।


সর্বশেষ সংবাদ