এসএসসির গণিত পরীক্ষায় যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
আগামী রোববার অনুষ্ঠেয় এসএসসির গণিত বিষয়ের পরীক্ষায় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না শিক্ষার্থীরা। তবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার জানান, গণিত পরীক্ষায় P বা Programmable লেবেল সম্বলিত সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রয়োজনে সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে সায়েন্টেফিক ক্যালকুলেটরটি নন-প্রোগ্রামেবল হতে হবে।
প্রসঙ্গত, আগামী রোববার দেশের ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৭ হাজার ৭৯১টি স্কুলের ১৬ লাখের বেশি শিক্ষার্থী এসএসসির গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন। অন্যান্য বছরের মতো এবারও প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।