সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ১০ শিক্ষার্থী আহত
পঞ্চগড়ের দেবীগঞ্জে থ্রি হুইলার উল্টে প্রাণ গেল ছাবিরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলার দেবীগঞ্জের কালিয়াগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ এসএসসি পরীক্ষার্থী। নিহত সাগর পামুলী ঢাঙ্গীরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে সাগর বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে থ্রি হুইলার (অটোরিকশা) চড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সড়কে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে থ্রি-হুইলারটি উল্টে যায়। এতে সাগর চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আফিয়া ফারজানা বলেন, দুর্ঘটনায় অতিরিক্ত রক্তপাতের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়েছে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, সকালে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনায় সাগর নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।