ঢাবির নতুন দুই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি পাবেন ৫ শিক্ষার্থী

চেক হস্তান্তর অনুষ্ঠান
চেক হস্তান্তর অনুষ্ঠান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ এবং ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ শীর্ষক পৃথক দু’টি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ২টি ট্রাস্টের ফান্ড থেকে প্রতিবছর ৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

আজ (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আনোয়ারা বেগম ১০ লাখ টাকার একটি চেক এবং ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদা ৫ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত পৃথক দুটি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুছ ছামাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষকরা।

আরও পড়ুন: একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক

‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর অণুজীব বিজ্ঞান বিভাগের ৪ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরন্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক-সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্মরণে ট্রাস্ট ফান্ড গঠন করায় বিভাগের শিক্ষক ও দাতাদের ধন্যবাদ জানান।

এছাড়া, পিতা ও শিক্ষকের স্মরণে ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদাকেও ধন্যবাদ দেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া, ড. হিরণ্ময় সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। প্রয়াত সোলায়মান শাহ্ বি.এসসি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদার পিতা।


সর্বশেষ সংবাদ