ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়া, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইএসটি)
ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইএসটি)  © সংগৃহীত

বসবাসের উপযোগী শহরগুলোর তালিকায় সবার উপরে অবস্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা’র। সুগঠিত নগর কাঠামো, নিরাপদ রাস্তাঘাট আর ভালো গণস্বাস্থ্য সেবা শহরটিকে বসবাসের জন্য করে তুলেছে অনন্য৷ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাড়িঘরগুলো এখনো ঐতিহ্যের ছোঁয়া নিয়ে মাথা উঁচু করে আছে৷ বড় ধরনের অপরাধ নেই বললেই চলে৷ শহরের বাসিন্দার সংখ্যা ১৭ লাখ, তবুও নেই বাড়াবাড়ি রকমের কোলাহল, জটিলতা৷ এতসব গুণের অধিকারী ভিয়েনা তাই বসবাসের জন্য সবচেয়ে উপযোগী এক শহর৷ আর এ শহরেই ইন্টার্নশিপ করার সুযোগ পেলে কেমন হয়?

স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইএসটি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি।

পড়ুন জার্মানিতে ২ মাসের এক্সচেঞ্জ প্রোগ্রাম, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি

‘আইএসটি ইন্টার্নশিপ সামার প্রোগ্রাম-২০২২’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে। জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ডেটা সায়েন্স, গণিত, পদার্থবিদ্যা, স্নায়ুবিজ্ঞান, রসায়ন এবং এ সম্পর্কিত বিষয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করতে পারবেন। আগামী ১৫ মে থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ মাস চলবে এ ইন্টার্নশিপ।

এ ইন্টার্নশিপের মাধ্যমে ইউরোপের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটির গবেষণা পদ্ধতির অভিজ্ঞতা নেওয়ার সেরা সুযোগ রয়েছে৷ এছাড়া আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন নেই। মোট ৩০-৪০ জন শিক্ষার্থীকে এ সুযোগ দেয়া হবে।

অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) হল প্রাকৃতিক এবং গাণিতিক বিজ্ঞানের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। এটি অস্ট্রিয়া সরকার কর্তৃক ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন দেড় মাসের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

সুযোগ-সুবিধা:

* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* আবাসন ব্যবস্থা।
* মাসিক বেতন দেয়া হবে।
* শাটল বাসে বিনামূল্যে অ্যাক্সেস ।
* স্বাস্থ্য বীমা।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন নেই।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে আবেদনকারীদের অবশ্যই তাদের স্নাতক চতুর্থ সেমিস্টার শেষ করতে হবে।
* পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ ইন্টার্নশিপ প্রজোয্য নয়।
* ইংরেজি ভাষায় সাবলীলতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি:

* জীবনবৃত্তান্ত (সিভি)।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রেফারেন্স।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ