ইতালিতে ‘পলিসি লিডার ফেলোশিপ’ এ অংশগ্রহণ করার সুযোগ

পলিসি লিডার ফেলোশিপ
পলিসি লিডার ফেলোশিপ  © সংগৃহীত

‘পলিসি লিডার ফেলোশিপ’ এ অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপীয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ ফেলোশিপ-এ অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ জানুয়ারি।

পাঁচ কিংবা দশ মাসের এ প্রোগ্রামের সকল ব্যায়ভার কর্তৃপক্ষ বহন করবে। বিমানে আসা যাওয়ার খরচ প্রদান করা হবে। এছাড়া মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে আড়াই হাজার ইউরো প্রদান করা হবে। দেয়া হবে মেডিকেল ইনস্যুরেন্স ও পারিবারিক ভাতাও।

আবেদনকারীরা ইতালির শহর ফ্লোরেন্সে তাদের সময় কাটাবেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এ প্রোগ্রাম চলবে। যারা সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি এবং বেসরকারী সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান বা করেছেন এমন নাগরিকরা আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন করতে ইংরেজি দক্ষতা সনদ প্রয়োজন নেই। তবে নির্বাচিত হলে সনদ প্রদর্শন করতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* আসা-যাওয়ার বিমান খরচ।
* মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে আড়াই হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৪১ হাজার টাকা।
* ট্যাক্স নেয়া হবে না।
* মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করা হবে।
* পারিবারিক ভাতা প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* সকল জাতীয়তার মানুষ আবেদন করতে পারবেন।
* যারা সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি এবং বেসরকারী সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান বা করেছেন।
* আবেদন করতে ইংরেজি দক্ষতা সনদ প্রয়োজন নেই। তবে নির্বাচিত হলে সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

* জীবন বৃত্তান্ত (সিভি)। পিডিএফ ফরম্যাটে ১০০ থেকে ১২০ শব্দের মধ্যে।
* মোটিভেশন লেটার।
* কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ১৫০০ শব্দ)।
* সর্বোচ্চ শিক্ষাগত প্রশংসাপত্রের অনুলিপি।
* পিডিএফ ফরম্যাটে রেফারেন্সের একটি চিঠি।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ