৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৩

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফেব্রুয়ারি

সুইডেনে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়। ‘উপসালা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ ফেব্রুয়ারি ২০২৬। 

উপসালা বিশ্ববিদ্যালয় সুইডেনের উপসালায় অবস্থিত একটি প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৪৭৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ ছাড়াও উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম।

সুযোগ-সুবিধা

এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে আবাসন খরচ ও দৈনন্দিন খরচ নিজেকে বহন করতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার পাশাপাশি এক ভিন্নধর্মী ও সমৃদ্ধ শিক্ষানুভব অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

স্কলারশিপের ধরন

উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৩টি ভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে।

১. অ্যান্ডার্স ওয়াল স্কলারশিপ-স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য। 

২. কিং কার্ল গুস্তাফ স্কলারশিপ-স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য।

৩. উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল স্কলারশিপ-স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য।

উক্ত স্কলারশিপের ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে। অ্যান্ডার্স ওয়াল স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত দেশ বা অঞ্চলের নাগরিক হতে হবে। এই স্কলারশিপ মূলত আফ্রিকা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। পাশাপাশি উপসালা ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাইরে অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এর জন্য আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*এই স্কলারশিপ আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়। তাই আর্থিক অসচ্ছলতার বিবরণ দিতে হবে;

*স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির নির্দিষ্ট সময়ের আগেই অনলাইনে আবেদন করতে হবে;

*আবেদন ফি ও অন্য সব নথিপত্র ভর্তির নির্দিষ্ট সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে।  আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬।