২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭

মেক্সট স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ জাপানের চুও বিশ্ববিদ্যালয়ে, থাকছে যেসব সুবিধা

মেক্সট স্কলারশিপে জাপানে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপানের চুও বিশ্ববিদ্যালয়। স্কলারশিপটির কেতাবি নাম মেক্সট স্কলারশিপ। বাংলাদেশসহ জাপানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ জানুয়ারি ২০২৬।

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত চুও বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

‘মেক্সট’ স্কলারশিপ কী? 

জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট।

১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এ স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। এ স্কলারশিপের জন্য ভিসা পেলে ভিসায় লেখা থাকে ‘গভট. স্কলার’। মেক্সট স্কলারশিপের মূল উদ্দেশ্য শুধু উচ্চশিক্ষা প্রদান নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে জাপান ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে থাকছে ১ লাখ ৪৩ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার জাপানিজ ইয়েন প্রদান করবে;

*নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত খরচ;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরকের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডির জন্য চার বছরের স্নাতক ও এক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে সিজিপিএ-৩ স্কেলে অন্তত ২.৩০ থাকতে হবে;

*ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতা স্কোর জমা দিতে হবে;

*টোয়েফল আইবিটি স্কোর ৭২ বা তার বেশি হতে হবে। অথবা আইইএলটিএসে স্কোর ৫.৫ বা তার বেশি হতে হবে;

*যেসব শিক্ষার্থীর পূর্ববর্তী ডিগ্রির পাঠদান পদ্ধতি ইংরেজি মাধ্যমের ছিল, তারা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ইংরেজি দক্ষতা সনদ জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে আলাদা ভাষা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না।

*আবেদনকারীকে ‘Student’ ভিসা নিয়ে নির্ধারিত তারিখে জাপানে যেতে হবে;

*পূর্বে মেক্সট বৃত্তি পাওয়া থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না;

*আবেদনকারী বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়নরত হওয়া যাবে না;

*জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে;

*নির্বাচিত শিক্ষার্থীদের ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যভাগে জাপানে পৌঁছাতে সক্ষম হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ চীনে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্টের কপি;

*আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে);

*গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস;

*ডিনের সুপারিশপত্র;

*পাসপোর্ট সাইজের ছবি;

*পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট;

*ভাষাগত দক্ষতার প্রমাণ;

*থিসিসের সারসংক্ষেপ;

*স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ জানুয়ারি ২০২৬।