সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএউচডির সুযোগ চীনের বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি। সিএসএস গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।
ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝোউতে অবস্থিত ZJUT একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। আধুনিক ল্যাব, উন্নত গবেষণা সুবিধা, দক্ষ শিক্ষক ও শিল্প-কারখানার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কারণে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখা, ইন্টার্নশিপ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানে বাড়তি সুযোগ পেয়ে থাকে।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
*বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;
*মাসিক ভাতা প্রদান করবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩ হাজার ইউয়ান ও পিএইচডি শিক্ষার্থীরা সাড়ে ৩ হাজার ইউয়ান;
আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের যোগ্যতা
*আবেদনকারী অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে;
*স্নাতকোত্তর: বয়স ৩৫ বছরের নিচে; স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*পিএইচডি: বয়স ৪০ বছরের নিচে; মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*TOEFL স্কোর কমপক্ষে ৮০, অথবা IELTS ৬ আবশ্যক;
*সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত ভর্তি–সংক্রান্ত অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে;
স্কলারশিপের ধরন
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপটির একাধিক ক্যাটাগরি রয়েছে। এগুলোর মধ্যে একটি হলো হাই-লেভেল গ্র্যাজুয়েট প্রোগ্রাম। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রাম বিশেষভাবে সুবিধাজনক। বিজ্ঞান, প্রকৌশল, ম্যানেজমেন্ট ও অর্থনীতিসহ নানা বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম এ স্কলারশিপের আওতাভুক্ত।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
*অনলাইন আবেদন ফর্ম;
*সর্বশেষ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ;
*বৈধ পাসপোর্ট;
*আপডেটেড সিভি/রিজুমে;
*ভাষাগত যোগ্যতার সনদ (TOEFL/IELTS);
*একসেপ্টেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের টেমপ্লেট অনুযায়ী);
*বিস্তারিত স্টাডি প্ল্যান;
*দুজন শিক্ষকের সুপারিশপত্র;
*পুলিশ ক্লিয়ারেন্স বা নো-ক্রিমিনাল রেকর্ড;
*বিদেশি শারীরিক পরীক্ষার ফর্মের কপি;
আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।