মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন শেষ ৩০ অক্টোবর
আন্তর্জাতিক শিক্ষার্থীদের বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির হেনরিখ বল ফাউন্ডেশন ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬ এর আওতায় নির্বাচিতদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৫।
হেনরিখ বল ফাউন্ডেশন জার্মানির একটি আন্তর্জাতিক গবেষণা ও নীতি–উন্নয়নমূলক সংস্থা, যা গণতন্ত্র, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গসমতার প্রচারে কাজ করে। সংস্থার সদর দপ্তর বার্লিনে অবস্থিত এবং বিশ্বের বিভিন্ন দেশে এর আঞ্চলিক অফিস রয়েছে। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অফিসটি যুক্তরাষ্ট্রে নীতি গবেষণা, নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করে।
সুযোগ–সুবিধা
*মাসিক ৭০০ মার্কিন ডলার ভাতা প্রদান করবে;
*ফুলটাইম ইন্টার্নদের জন্য প্রতি তিন মাসে পাঁচ দিনের বেতনসহ ছুটি;
*জে–১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় ফাউন্ডেশন বহন করবে;
*যুক্তরাষ্ট্রে বিনা খরচে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে
আবেদনের যোগ্যতা
*স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি সম্পন্নের এক বছরের মধ্যে হতে হবে;
*পিএইচডি শিক্ষার্থী বা স্নাতকোত্তর ডিগ্রিসম্পন্ন প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না;
*ন্যূনতম দুই বছরের বিশ্ববিদ্যালয় পর্যায়ের অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*সপ্তাহে ৪০ ঘণ্টা ফুলটাইম (তিন থেকে ছয় মাস) ইন্টার্নশিপে কাজ করার সক্ষমতা থাকতে হবে;
*ইন্টার্নশিপের অন্তত একটি ক্ষেত্রের সঙ্গে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা
ইন্টার্নশিপের ক্ষেত্র
*ডেমোক্রেসি ইন্টার্নশিপ: আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, পাবলিক পলিসি বা ইউরোপীয় ও জার্মান রাজনীতিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য;
*ডিজিটাল পলিসি ইন্টার্নশিপ: বৈশ্বিক উন্নয়ন ও ডিজিটাল নীতিতে আগ্রহী, পাবলিক পলিসি, আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতি বিষয়ে ব্যাকগ্রাউন্ড থাকা শিক্ষার্থীদের জন্য;
*ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টার্নশিপ: জ্বালানি, পরিবেশ ও যোগাযোগভিত্তিক কার্যক্রমে আগ্রহীদের জন্য;
ইন্টার্নদের দায়িত্ব
*প্রশাসনিক কাজ: ইভেন্ট আয়োজন, ডেটাবেজ ব্যবস্থাপনা, ফ্রন্ট ডেস্ক ডিউটি ইত্যাদি;
*কমিউনিকেশন: সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, ওয়েবসাইট ও ব্লগ আপডেট;
*গবেষণা: চলতি ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা ও ইভেন্ট প্রস্তুতিতে সহায়তা;
*ক্যাপস্টোন প্রজেক্ট: নিজের পছন্দের বিষয়ের ওপর একটি বড় প্রকল্প বা কয়েকটি ছোট প্রজেক্ট সম্পন্ন করতে হবে;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের
প্রয়োজনীয় কাগজপত্র
*রিজিউম;
*কাভার লেটার;
*চ্যালেঞ্জ স্টেটমেন্ট (সর্বোচ্চ ২৫০ শব্দ);
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৫।