ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের জন্য এক অনন্য উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো বর্তমান প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর বিশ্বে জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নকে আরও সহজলভ্য করা।
১৮৬১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্বের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় এবার ওপেনকোর্সওয়্যার (OpenCourseWare–OCW) প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স প্রদান করছে। ফলে ঘরে বসেই শেখা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন আগ্রহী শিক্ষার্থী ও কর্মজীবীরা।
এমআইটির এই উদ্যোগ বিশ্বব্যাপী শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলছে, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্ঞান অর্জনে আগ্রহী যে কেউ এমআইটির ওপেনকোর্সওয়্যার প্ল্যাটফর্মে গিয়ে নিজের পছন্দমতো কোর্স বেছে নিতে পারেন। আপনি যদি শিক্ষার্থী হন, কর্মজীবী মানুষ হন বা শুধুই নতুন কিছু শেখার আগ্রহ থাকে— এমআইটির বিনা মূল্যের অনলাইন কোর্স আপনাকে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে ঘরে বসে শেখার দারুণ সুযোগ করে দেবে।
যেসব কোর্স থাকছে—
*জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, উদ্যোক্তা উন্নয়ন, পদার্থবিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা ও আরও অনেক বিষয়।
*প্রতিটি কোর্সের সঙ্গে রয়েছে সিলেবাস, ভিডিও লেকচার, কুইজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী। যদিও কোর্সগুলো বিনা মূল্যে, তবে যারা ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাদের সামান্য পরিমাণ ফি দিতে হবে।
*প্রতিটি কোর্সের মেয়াদ ভিন্ন, তাই নিবন্ধনের আগে অবশ্যই কোর্সের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
সুযোগ-সুবিধা—
এমআইটির এসব কোর্সে অংশগ্রহণ করে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। যেমন:
*একটি অনন্য শিক্ষণ অভিজ্ঞতা ও নতুন দক্ষতা উন্নয়নের সুযোগ;
*ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ;
*কোর্স শেষে ভেরিফায়েড সার্টিফিকেট অর্জনের সুযোগ (সব কোর্সে বিনা মূল্যে সার্টিফিকেট দেওয়া হবে না);
*কোনো নিবন্ধন ফি নেই এবং সম্পূর্ণ কোর্স অনলাইনে পরিচালিত হবে;
*সব বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
সবার জন্য উন্মুক্ত—
এমআইটির এই অনলাইন কোর্সগুলো যে কেউ ইন্টারনেট সংযোগ থাকলেই করতে পারবেন। যদিও এই কোর্সগুলো থেকে একাডেমিক ক্রেডিট পাওয়া যাবে না এবং কোনো ইনস্ট্রাক্টরের সরাসরি তত্ত্বাবধান থাকবে না তবু অংশগ্রহণকারীরা এমআইটির অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন। ক্যাম্পাসের ছাত্রদের ব্যবহৃত একই ধরনের শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা—
*বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ অংশগ্রহণ করতে পারবেন;
*বয়স, লিঙ্গ বা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো সীমাবদ্ধতা নেই;
*নতুন দক্ষতা অর্জন বা বিদ্যমান দক্ষতা উন্নয়নের আগ্রহ থাকতে হবে;
*এটি শিক্ষার্থী ও পেশাজীবী সবার জন্য সমানভাবে উপযোগী;
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।