স্কলারশিপে উচ্চশিক্ষা নিন তুরস্কে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট তুরস্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণা সুযোগের কারণে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। এই সুযোগকে আরও বাড়িয়ে দিতে, তুরস্কের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কোক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে।
‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’ নামে পরিচিত এই বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে ২০২৫।
কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি বেসরকারি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে এটি সারিয়ারের কাছে রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;
*মাসিক উপবৃত্তি প্রদান করবে;
*আবাসন সুবিধা প্রদান করবে;
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে;
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন নিউজিল্যান্ডে, বছরে দেবে ২১ লাখ টাকা
পিএইচডিতে সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে:
*মাসিক উপবৃত্তি প্রদান করবে;
*আবাসন সুবিধা দেবে;
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;
*ল্যাপটপ সুবিধা দেবে;
*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি
আবেদনের যোগ্যতা—
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র—
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;
*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোফেল);
*স্টেটমেন্ট অব পারপাস;
*রেফারেন্স লেটার;
*সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন;
*৩টি প্রবন্ধ;
*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ;
*পারিবারিক আয়ের প্রমাণপত্র;
*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে);
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, থাকছে ভ্রমণ ও ভিসা খরচ
আবেদন প্রক্রিয়া—
আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫।