পিএইচডি করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, মাসে থাকছে ২১ লাখ টাকা

পিএইচডি করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে
পিএইচডি করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়। ‘ইউনিভার্সিটি অব ওটাগো ডক্টরাল স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের ৩ বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বছরের যে কোনো সময় আবেদন করা যাবে। 

প্রতিবছর মোট ১৬৪ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হয়। মাসিক উপবৃত্তি হিসেবে ৩২ হাজার ৫৪৪ নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২১ লাখ ২৬ হাজার ৫০৮ টাকা। এছাড়াও বিনামূল্যে গবেষণায় অংশগ্রহণের সুযোগ ছাড়াও নানান সুযোগ-সুবিধা প্রদান করা হবে।  

ওটাগো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের ওটাগো শহরে অবস্থিত প্রাচীন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৬৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দন্তচিকিৎসা অনুষদ, গ্রামীণ স্বাস্থ্য অনুষদ, জনসংখ্যা স্বাস্থ্য অনুষদ, সাইকোলজিক্যাল মেডিসিন, হিসাববিজ্ঞান ও অর্থ বিভাগ, বায়োমেডিসিন সায়েন্সসহ বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে পিএইচডি করতে পারবেন।

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ড মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত।  বিশ্বের সুখী দেশের তালিকায় ১০ম অবস্থানে। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই উচ্চশিক্ষার জন্য আন্তার্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটিও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধাসমূহ:
* ৩ বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* বছরে ৩২ হাজার ৫৪৪ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ২৬ হাজার ৫০৮ টাকা)  প্রদান করা হবে।
* বিভিন্ন রাজ্যে বিনামূল্যে গবেষণার সুযোগ।
* বিভিন্ন সংস্কৃতিতে যুক্ত হওয়ার সুযোগ।

Premium Photo | A young happy asian woman university graduate in graduation  gown and mortarboard holds a degree certificate celebrates education  achievement in the university campus. education stock photo

যোগ্যতার মানদণ্ড:
* আবেদনকারীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলাফল থাকতে হবে।
* স্নাতকোত্তরে থিসিস থাকতে হবে।
* গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে অথবা টোয়েফল আইবিটি তে 
   ন্যূনতম ৯৫ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথি:
* পাসপোর্টের কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* ভাষা পরীক্ষার সনদ।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি করুন রাশিয়ায়, প্রতিমাসে থাকছে ৪৬ হাজার টাকা

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ