আমেরিকায় শিক্ষাসফরে যাওয়ার সুযোগ, পাওয়া যাবে সাড়ে ৫ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০২:২২ PM
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে শিক্ষাসফরের জন্য ফেলোশিপ দিচ্ছে এশিয়া ফাউন্ডেশন। ” উইলিয়াম পি. ফুলার ফেলোশিপ” এর আওতায় নির্বাচিতদের এই ফেলোশিপ প্রদান করা হবে। নির্বাচিত ফেলোদের শিক্ষাসফরের পাশাপাশি অংশ নিতে হবে ভার্চুয়াল সেমিনারে। বাংলাদেশসহ নির্ধারিত আরও ২০টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ মে, ২০২৪।
সর্বমোট তিনজনকে এই ফেলোশিপ প্রদান করা হবে। নির্বাচিতরা আমেরিকার সান ফ্রান্সিককো বে এরিয়া, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে অক্টোবরের ১৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত মোট ১২ দিন সশরীর উপস্থিত থাকবেন। এশিয়া ফাউন্ডেশনের ‘বিভেদ ও দ্বন্দ্ব’ এবং ‘নেতৃত্ব ও বিনিময়’–সংক্রান্ত দুটি প্রোগ্রামে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এই শিক্ষাসফরের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজে অবদান রাখা অন্যান্য দেশের ফেলোদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং এই বৈশ্বিক কমিউনিটির উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন ফেলোরা।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় এশিয়া ফাউন্ডেশন। এটি একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে প্রসারিত করতে কাজ করে থাকে। প্রশাসন, জলবায়ু, লিঙ্গসমতা, শিক্ষা ও নেতৃত্ব নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। এশিয়ার ২০টির বেশি দেশে ১৭টি স্থায়ী অফিস রয়েছে তাদের, যার মধ্যে একটি বাংলাদেশও রয়েছে।
সুযোগ সুবিধা
* নির্বাচিত প্রত্যেক ফেলোকে পাঁচ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা) প্রদান করবে।
* লিড এক্সের লিডারশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট প্রদান করবে।
* ইউএস ইনস্টিটিউট অব পিসের কোর্স প্রদান করবে।
আরও পড়ুন: বাংলাদেশি মাধ্যমিকের শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
যোগ্যতাসমূহ
* আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
* বাংলাদেশি নাগরিক হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* প্রার্থীকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে উৎসাহী হতে হবে।
* অন্যান্য পেশাদারদের সঙ্গে ভালো একটি নেটওয়ার্ক তৈরিতে আগ্রহ থাকতে হবে।
* প্রোগ্রামের আওতায় কোর্স ও প্রফেশনাল প্রজেক্ট প্ল্যান সম্পূর্ণ করার জন্য স্ব–উদ্যোগী হতে হবে।
* প্রোগ্রামের সব কার্যক্রম সুনির্দিষ্ট তারিখে সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।
ফেলোশিপের জন্য রেজিস্ট্রেশন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন