স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আগা খান ফাউন্ডেশন

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আগা খান ফাউন্ডেশন
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আগা খান ফাউন্ডেশন  © সংগৃহীত

উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আগা খান ফাউন্ডেশন (একেএফ)।  বাংলাদেশসহ আগা খান ফাউন্ডেশন (একেএফ) দ্বারা নির্বাচিত উন্নয়নশীল দেশগুলির শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।

যদিও কিছু দেশে অভ্যন্তরীণ সময়সীমাগুলো বাছাই প্রক্রিয়া এবং পর্যালোচনা করার জন্য আগে হতে পারে। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ এবং তাদের প্রাথমিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়।

স্কলারশিপ পাওয়ার মানদণ্ড হিসেবে একাডেমিক রেজাল্ট, প্রকৃত অর্থে আর্থিক অস্বচ্ছলতা এবং বিশ্ববিদ্যালয় বা গবেষণার প্রোগ্রামে ভর্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। 

সুযোগ-সুবিধাসমূহ
* টিউশন ফি ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ বহন করবে।
* পিএইচডি প্রোগ্রামের জন্য শুধু প্রথম দুই বছরের জন্য স্কলারশিপ দেয়া হবে।
* ছাত্রদের চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 জেনে নিন কানাডার ৯ স্কলারশিপ সম্পর্কে 

আবেদনের যোগ্যতা
*  ফাউন্ডেশন নিম্নলিখিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে: বাংলাদেশ,আফগানিস্তান, কানাডা, মিসর, ফ্রান্স, ভারত, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মোজাম্বিক, পাকিস্তান, পর্তুগাল, সিরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, উগান্ডা ও যুক্তরাষ্ট্র।
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
* নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে।
* ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন কানাডার ৯ স্কলারশিপ সম্পর্কে 

আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীরা আগা খান শিক্ষা সেবা অফিস থেকে আবেদনপত্র গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন 

আবেদন করতে যোগাযোগ করুন: 
আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ) ২৮, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ।
ফোন: +88-09606111000

মেইল: motilal.hazra@akdn.org, akf.bangladesh@akdn.org

প্রসঙ্গত, আবেদন ফরমের জন্য আগ্রহী প্রার্থী উপরোক্ত ই-মেইল এ মেইল করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ