এডিবি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ ৯ দেশে

এডিবি দেবে ৩০০ স্কলারশিপ
এডিবি দেবে ৩০০ স্কলারশিপ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান। ‘এডিবি স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সব সদস্যদেশের নাগরিকেরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

এশিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করে থাকে। এর আওতায় এডিবির সদস্য ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। স্কলারশিপটির মেয়াদ এক বছর। প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে। স্নাতকোত্তর  প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর।

অধ্যয়নের বিষয়সমূহ 
(১) বিজ্ঞান ও প্রযুক্তি: অ্যাগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার, সায়েন্স, এনার্জি, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট, ফরেস্ট্রি, জেনেটিকস এবং হেলথ।

(২) ইকোনমিকস বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট: অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট, কমার্স, ই-বিজনেস, উদ্যোক্তা, ইকোনমিকস, ফিন্যান্স, ইন্টারন্যাশনাল কো–অপারেশন এবং সোশ্যাল সায়েন্স।

(৩) ডেভেলপমেন্ট স্টাডিজ: এশিয়া প্যাসিফিক স্টাডিজ, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট স্টাডিজ।‘ল ও পাবলিক পলিসি: ইন্টারন্যাশনাল বিজনেস ’ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ’ল, পলিসি স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক পলিসি।

বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
* প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে।
* বিমানে যাতায়াতের টিকিট।
* এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার ভাতা।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে, বছরে থাকছে ১৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা
* এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে। 
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। 
* ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

আবেদন প্রক্রিয়া
আপনি আপনার স্নাতকোত্তর শুরু করতে চান এমন পরিকল্পিত সময়ের অন্তত ছয় মাস আগে এই স্কলারশিপের জন্য আবেদন পাঠাতে হবে।

আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ