চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিবে বিদ্যানন্দ ফাউন্ডেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিবে বিদ্যানন্দ ফাউন্ডেশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিবে বিদ্যানন্দ ফাউন্ডেশন  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১০০ জন দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিদ্যানন্দ ফাউন্ডেশন" কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নিম্নোক্ত শর্তে পুনরায় এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষাবৃত্তির অর্থ নির্বাচিত ছাত্র/ছাত্রীকে হস্তান্তর করা হবে। 

শর্তাবলীঃ- 
• সর্বমোট ১০০ (একশত) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
• শিক্ষাবৃত্তি এককালীন প্রদান করা হবে।
• বৃত্তি পাওয়ার ক্ষেত্রে মেধা এবং আর্থিক অবস্থা প্রাধান্য পাবে। অর্থাৎ তুলনামূলক দরিদ্র ও গ্রামের মেধাবী শিক্ষার্থীদের বাছাই করতে হবে। যাদের মাঝে অন্তত ৫০% শিক্ষার্থী মেয়ে হবে।
• প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট থেকে অন্তত ২ জনকে নির্বাচিত করা যাবে, যাতে ১ জন ছেলে ও ১ জন মেয়ে শিক্ষার্থী থাকবে। তবে কোন বিভাগ/ইনস্টিটিউট থেকে ২ জনের অধিক শিক্ষার্থী নির্বাচন করা যাবেনা। যারা নির্বাচিত হবে তারা যেন অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল হয়।
• নির্দিষ্ট আবেদন ফরম প্রযোজ্য হবে, যা বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহকৃত। (আবেদন ফরম ফটোকপি করা যাবে)।
• শিক্ষার্থীরা পূরণকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউটে জমা দিবে। 
• উপরে বর্ণিত শর্তাবলী অনুসরণ করে বিভাগীয় সভাপতি / ইনস্টিটিউটের পরিচালক ছাত্র/ছাত্রী নির্বাচন করে নির্বাচিত ছাত্র/ছাত্রীর নামের তালিকা ও আবেদনপত্র একাডেমিক শাখায় প্রেরণ করবেন।

বিস্তারিত বিস্তারিত

আবেদন ফরম     


সর্বশেষ সংবাদ