ফুল-ফ্রি স্কলারশিপে কাজাখস্তানে পড়ার সুযোগ, থাকছে ভাতাও

ফুল-ফ্রি স্কলারশিপে কাজাখস্তানে উচ্চশিক্ষার সুযোগ
ফুল-ফ্রি স্কলারশিপে কাজাখস্তানে উচ্চশিক্ষার সুযোগ  © সংগৃহীত

মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে কাজাখস্তান সরকার।“ কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৩। 

ইউরাল নদীর উভয় প্রান্ত ধরে বিস্তৃত দেশটির সরকার তাদের শিক্ষাব্যবস্থাকে বিশ্বাঙ্গনে তুলে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম। তাদের সমৃদ্ধ, ঐতিহ্য, বন্ধুত্বপূর্ণ বাতাবরণ ও মনোরম পরিবেশে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা লেখাপড়া ও গবেষণার সুযোগ পাবেন। এছাড়া কাজাখস্তান এশিয়ার একমাত্র দেশ, যা ইউরোপীয় শিক্ষাঙ্গনে পূর্ণ সদস্য হিসেবে গণ্য। এই স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে কাজাখস্তানের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়।

সুবিধা-সুবিধাসমূহ: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* মাসিক ভাতা প্রদান করবে। ( ডিগ্রির ওপর ভিত্তি করে)। 

উল্লেখ্য,  স্কলারশিপের আওতায় আবাসন সুবিধা, ভিসা খরচ, যাতায়াত খরচ ও মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করা হবে না।

স্কলারশিপের সংখ্যাঃ
* স্নাতক পর্যায়ে: ৪৯০
* মাস্টার্স পর্যায়ে: ৫০
* পিএইচডি পর্যায়ে: ১০

স্কলারশিপ

আবেদনের যোগ্যতাসমূহঃ 
* স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা এর সমতুল্য ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
* স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
* পিএইচডি ডিগ্রির আবেদনের জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩ জিপিএ থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন: বৃত্তি নিয়ে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, আবেদন অনলাইনে

প্রয়োজনীয় নথি:- 
* পাসপোর্ট এবং পরিচয়পত্রের কপি। 
* আবেদন ফরম। 
* স্টুডেন্ট ভিসা (C9)।
* মেডিকেল সার্টিফিকেট ।  
* সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট। 
* ইংরেজি, রুশ কিংবা কাজাখ ভাষায় ২৫০ শব্দের একটি মোটিভেশনাল রচনা। 
* ভাষা দক্ষতার সার্টিফিকেট (শুধুমাস্টার্সওপিএইচডি) ( টোফেল আইবিটি-৪৬, টোফেল  পিবিটি-৪৫৩,আইইএলটিএস-৫.৫)। 
* পিএইচডির জন্য ইংরেজি, কাজাখ কিংবা রুশ ভাষায় গবেষণামূলক রিসার্চ প্রপোজাল।
* ২টি  রেকমেন্ডেশন লেটার (শুধু মাস্টার্স ও পিএইচডি)। 

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://enic-kazakhstan.edu.kz/en/stipendialnye-programmy/operativnaya-informaciya


সর্বশেষ সংবাদ