বিনামূল্যে জাপানে ফেলোশিপের সুযোগ, সঙ্গে থাকছে ২ লাখ টাকা

বিনামূল্যে জাপানে ফেলোশিপের সুযোগ
বিনামূল্যে জাপানে ফেলোশিপের সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ৩০ জুন ২০২৩। 

এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে। ফেলোশিপের মেয়াদ তিন থেকে ছয় সপ্তাহ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১০ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে।

সুযোগ-সুবিধাঃ 
* মাসিক ভাতা হিসেবে ২ লাখ ২০ হাজার ইয়েন ( বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকা) দেওয়া হবে।
* আনুষঙ্গিক খরচ হিসেবে ১ লাখ ২০ হাজার ইয়েন ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ টাকা)  দেওয়া হবে।
* জাপানে আসা-যাওয়ার বিমান খরচ।
* শিক্ষা সফরের খরচ প্রদান করা হবে।
* চিকিৎসা ভাতাসহ স্বাস্থ্যবিমা দেওয়া হবে।

আরও পড়ুন: স্নাতক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেসকো, আবেদন শেষ ৩০ জুন

আবেদনকারীর যোগ্যতা
* আবেদনকারীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
* বয়স ৪৯ বছরের মধ্যে হতে হবে।
* জাপানি নাগরিক আবেদন করতে পারবেন না।
* জাপানের হোস্ট ইনস্টিটিউট থেকে অবশ্যই আমন্ত্রণপত্র পেতে হবে।
* ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীল হতে হবে।
* আবেদনকারীকে দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আগে জাপানে থাকার অভিজ্ঞতা থাকা যাবে না।
* নিজ দেশে অবশ্যই আবেদনকারীকে কোনো একটি পেশায় যুক্ত থাকতে হবে। ফেলোশিপের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্র 
* নির্ধারিত আবেদন ফরম।
* গবেষণা পরিকল্পনাপত্র।
* কোনো একটি পাবলিকেশনের কপি।
* সিভি।
* রেকমেন্ডেশন লেটার।
* শিক্ষাগত যোগ্যতার সব সনদ।
* জাপানের হোস্ট ইনস্টিটিউটশন থেকে পাওয়া আমন্ত্রণপত্র। 

আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ,আবেদন সিভি, প্রয়োজনীয় কাজগপত্রসহ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের application@mif-japan.org এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। । ই-মেইলের সাইজ ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।
 
ফেলোশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন http://mif-testpage.com/wp/en/fellowship/announcement/


সর্বশেষ সংবাদ