বিনা খরচে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে তুর্কি সরকার

তুরস্ক
তুরস্ক  © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে সকল দেশের শিক্ষার্থীদেরকে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল স্তরে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে তুর্কি সরকার। এই বৃত্তির আওতায় তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

তুর্কি স্কলারশিপ হল একটি সরকারী অর্থায়িত, প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম, যা তুরস্কের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে ফুল-টাইম বা স্বল্পমেয়াদী প্রোগ্রাম করার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয়।

যেসব কোর্সে আবেদন করা যাবে: স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি।

সুযোগ-সুবিধা: বৃত্তির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম প্লেসমেন্ট, মাসিক উপবৃত্তি (স্নাতক: প্রতি মাসে ১০০০ তুর্কি লিরা; মাস্টার্স: প্রতি মাসে ১,৪০০ তুর্কি লিরা; পিএইচডি: ১,৮০০ তুর্কি লিরা প্রতি মাসে), টিউশন ফি, একবার অফ রিটার্ন ফ্লাইট টিকিট, স্বাস্থ্য বীমা, বাসস্থান এবং এক বছরের তুর্কি ভাষা কোর্স।

কোর্সের মেয়াদকাল:

• স্নাতক: ১ বছরের তুর্কি ভাষা কোর্স + ৪-৬ বছর (প্রোগ্রামের স্বাভাবিক সময়ের উপর নির্ভর করে)

• মাস্টার্স: ১ বছরের তুর্কি ভাষা কোর্স +২ বছর

• পিএইচডি: ১ বছরের তুর্কি ভাষা কোর্স + ৪ বছর

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা:

ন্যূনতম একাডেমিক যোগ্যতা:

• স্নাতক ডিগ্রি আবেদনকারীদের জন্য ন্যূনতম একাডেমিক কৃতিত্ব: ৭০%

• স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি আবেদনকারীদের জন্য ন্যূনতম একাডেমিক কৃতিত্ব: ৭৫%

• স্বাস্থ্য বিজ্ঞান (মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ফার্মেসি) আবেদনকারীদের জন্য ন্যূনতম একাডেমিক কৃতিত্ব: ৯০%

বয়সসীমা :

• স্নাতক প্রোগ্রামের জন্য ২১ বছরের কম বয়সী হতে হবে

• মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের কম বয়সী হতে হবে

• ডক্টরেট প্রোগ্রামের জন্য ৩৫ বছরের কম বয়সী হতে হবে

• রিসার্চ স্কলারশিপের জন্য ৪৫ বছরের কম বয়সী হতে হবে

যারা আবেদন করতে পারবেন: সকল দেশের নাগরিক, স্নাতক বা আবেদনকারী যারা বর্তমান শিক্ষাবর্ষের শেষে (আগস্ট ২০২৩ সালের আগে) স্নাতক হতে সক্ষম, গবেষক এবং শিক্ষাবিদ।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা শুধুমাত্র www.turkiyeburslari.gov.tr ​​এর মাধ্যমে পৃথকভাবে আবেদন করতে পারবেন। 

আবেদনের সময়সীমা: স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে আবেদনকারী প্রার্থীরা ১০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন। গবেষণা আবেদনকারীরা সারা বছর আবেদন করতে পারেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.turkiyeburslari.gov.tr/announcements/turkiye-scholarships-2023-applications-39


সর্বশেষ সংবাদ